Site icon Jamuna Television

গাজায় হামাসের শাসন মেনে নেয়া হবে না: ইসরায়েল

যুদ্ধ শেষ বা কোনো পরিস্থিতিতেই গাজায় হামাসের শাসন মেনে নেয়া হবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।

রোববার এক বিবৃতিতে বলেন, উপত্যকার শাসনক্ষমতায় বিকল্প কোনো পক্ষের কথা ভাবছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ খতিয়ে দেখছে বিষয়টি।

গ্যালান্ত বলেন, হামাস অধ্যুষিত এলাকাগুলো বিচ্ছিন্ন করে ফেলা হবে। নির্মূল করা হবে সংগঠনটিকে। হামাসকে ঠেকাতে পারবে এমন কোনো বিকল্প সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও বলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো ধারণা দেননি তিনি।

এটিএম/

Exit mobile version