Site icon Jamuna Television

সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি, বন্যা আতঙ্কে স্থানীয়রা

সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রবল বর্ষন আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জের নদীগুলোতে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। গতকাল (রোববার) থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। জেলার ভেতর দিয়ে বয়ে চলা সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ সবকয়টি নদীর পানিই বেড়ে গেছে।

জানা যায়, গত ২৪ ঘন্টায় পানি বেড়ে জেলার প্রধান নদী সুরমার পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার উপরে এবং সুনামগঞ্জে ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ২১৪ মিলিমিটার।

উল্লেখ্য, আসামের বন্যার পাশাপাশি মেঘালয়ের পাহাড়ি ঢলের প্রভাবে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে রয়েছেন সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেটের মানুষজন।

/এমএইচআর

Exit mobile version