Site icon Jamuna Television

নেশার টাকা না দেয়ায় চট্টগ্রামে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

চট্টগ্রামে নেশার টাকা না দেয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাহাড়তলী থানাথীন ভেলোয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম রিনা আক্তার। তার স্বামী বেলাল হোসেন সিএনজিচালিত অটোরিকশা চালক। আর অভিযুক্ত ছেলের নাম ওমর আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিনা ও বেলাল দম্পতির একমাত্র সন্তান ওমর আলী। সে বেশ কয়েক বছর ধরেই মাদকাসক্ত। ঘটনার দিন রাতেও সে মাদক সেবন করে। পরে আবারও মাদক কেনার জন্য বাসায় গিয়ে তার মাকে টাকার জন্য চাপ দিতে থাকে।

তবে মাদকের টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে সে তার মাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এনকে

Exit mobile version