Site icon Jamuna Television

বেনজীর-আজিজ আমাদের লোক না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ আওয়ামী লীগের লোক নয়। তিনি তার মেধা দিয়ে উচ্চ পদে অসীন হয়েছিলেন। সাবেক সেনাপ্রধান আজিজও আমাদের লোক নয়। তারা ভেতরে ভেতরে অপকর্ম করলে তাদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার আছে। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে সেনাবাহিনী বা র‍্যাবের বড় কোনো পদে বসায়নি।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে মহানগর উত্তরের প্রতিনিধি সভায় তিনি একথা বলেন।

এসময় কাদের বলেন, বিএনপির আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচন বয়কট করেছে। ৭৫ পরবর্তীকালে যত নির্বাচন হয়েছে, তার মধ্যে গেল নির্বাচন ছিল শান্তিপূর্ণ। মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুঁড়ছেন বলেও অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানি লন্ডারিং ও অস্ত্র মামলার আসামি। প্রধানমন্ত্রীর দয়ায় খালেদা জিয়া বাসায় চিকিৎসা নিচ্ছেন। শেখ হাসিনা সারা বিশ্বে সৎ নেতা হিসেবে পরিচিত। এসময় আওয়ামী লীগের প্রধান নেতাদের মধ্যে কে দুর্নীতিবাজ, বিরোধীদের প্রতি সে তথ্য প্রমাণ নিয়ে আসারও আহ্বান জানান তিনি।

বক্তব্যে বিএনপিকে দুর্বৃত্তের জন্মদাতা হিসেবে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, টিআইবি আর সুজন মির্জা ফখরুল আর গয়েশ্বরদের সুরেই কথা বলে। প্রশ্ন রাখেন, তাহলে কি তারা বিএনপির বি টিম?

দলের কর্মীদের ওবায়দুল কাদের বলেন, কারও কোনও অসুবিধা থাকলে, স্বচ্ছলতার ঘাটতি থাকলে জানাতে হবে। প্রধানমন্ত্রী দলের লোকদের সহায়তা করেন। দলের বদনাম করে কেউ কোনও অপকর্ম করবেন না। দলের নেতা হয়ে কর্মীদের কাছে টাকা পয়সা চাইলে বিষয়টি লজ্জার বলেও মন্তব্য করেন তিনি।

জনগণ বিরক্ত হয়, এমন কাজ নেতাকর্মীদের না করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কারণে-অকারণে বেশি আলোকসজ্জা করতেও নিষেধ করেন তিনি।

/এএস

Exit mobile version