Site icon Jamuna Television

আবারও জেগে উঠলো ইন্দোনেশিয়ার ইবু আগ্নেয়গিরি

ছবি: এএফপি

৬ দিনের ব্যবধানে আবারও জেগে উঠলো ইন্দোনেশিয়ার আগ্নেগিরি ইবু। মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকালে শুরু হয় লাভা উদগীরণ। জানিয়েছে আরব নিউজসহ একাধিক গণমাধ্যম।

উদগীরণ স্থায়ী হয় প্রায় আড়াই মিনিট। তবে জ্বালামুখ থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়াচ্ছে কালো ধোঁয়া। আশপাশের ৭ কিলোমিটার পর্যন্ত এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। দ্রুত সরে যেতে বলা হয়েছে ওই সীমানার ৭ টি গ্রামের বাসিন্দাদের।

প্রশান্ত মহাসাগরের চারপাশে ঘোড়ার খুরের আকৃতির কয়েকটি সিসমিক ফল্ট লাইনের ওপর অবস্থানের কারণে প্রায়শই জেগে ওঠে মাউন্ট ইবুসহ আশপাশের সাড়ে চার শতাধিক আগ্নেয়গিরি। চলতি বছর এ নিয়ে ৯৬তম বার লাভার উদগীরণ হলো গিরিটি থেকে।

/এএম

Exit mobile version