Site icon Jamuna Television

পর্তুগালে দুই বিমানের সংঘর্ষে পাইলট নিহত

এয়ার শোতে অংশ নিয়ে একসাথে উড়ছিল ছয়টি বিমান। মাঝ আকাশে সংঘর্ষ হলো দুটি এয়ারক্রাফটের। এতে মৃত্যু হয়েছে একজন পাইলটের। জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

পর্তুগালের বেজা শহরে হয়েছে এ ঘটনা। রাজধানী লিসবন থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে চলছিল দেশটির সবচেয়ে বড় এভিয়েশন ইভেন্ট। আয়োজক পর্তুগিজ এয়ার ফোর্স (পিএভি)।

ভিডিওতে দেখা যায়, উড়ন্ত অবস্থায় মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ইয়াক ফিফটি টু এয়ারক্রাফটের। একটি কোনোমতে সামলে নিলেও বিধ্বস্ত হয় অপরটি। বিস্ফোরণ ও আগুন ধরে যায় বিমানে। মৃত্যু হয় স্প্যানিশ পাইলটের। নিরাপদে অবতরণে সক্ষম হলেও আহত হন অপর বিমানের পাইলট। এ ঘটনার জেরে বেজা এয়ার শো বাতিলের ঘোষণা দেয় পিএভি।

/এএম

Exit mobile version