Site icon Jamuna Television

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যেখানে ইংলিশদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড।

মঙ্গলবার (৪ জুন) বার্বাডোজের কিংসটাউন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। টসে হারার পরেও ইংল্যান্ড অধিনায়ক বস বাটলার মনে করেন, টস হেরেই ভালো হয়েছে। কারণ তারা টস জিতলে আগে বোলিংই নিতেন।

অন্যদিকে, স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন বলেন, আমরা প্রথমে ব্যাট করছি। উইকেট শুষ্ক লাগছে। উইকেট পাল্টে যেতে পারে। মনিয়ে নিয়ে ভালো স্কোর করতে হবে। আমাদের চোখ সামনের দিকে, তবে মনোযোগ কেবল আজকের ম্যাচ ঘিরে। দল হিসেবে আমরা এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে উন্মুখ হয়ে আছি।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস,  জনি বেয়ারস্টো,  হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস জর্ডান,  জোফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ।

স্কটল্যান্ড একাদশ: জর্জ মুন্সে, মাইকেল জোন্স, ব্র্যান্ডন ম্যাকমুলেন, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাট ক্রস ,  মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস,  মার্ক ওয়াট,  ব্র্যাড হুইল, ক্রিস সোল, ব্র্যাড কুরি। 

/আরআইএম

Exit mobile version