Site icon Jamuna Television

হাঁটুর ইনজুরির জেরে ফ্রেঞ্চ ওপেন থেকে জোকোভিচের বিদায়

হাঁটুর ইনজুরিতে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ওয়াকওভার করেছেন সার্ব তারকা নোভাক জোকোভিচ। মঙ্গলবার (৪ জুন) টুর্নামেন্ট আয়োজকদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত বছর ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় শিরোপা জিতেছিলেন নোভাক জোকোভিচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে এবার তার স্বপ্ন ছিল চতুর্থ শিরোপা জেতার। তবে স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেলো। কোয়ার্টার ফাইনালের টিকিটও পেয়েছিলেন।

আগের রাউন্ডে চোট পান জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিল ক্যাস্পার রুড। কিন্তু মুখোমুখি হওয়ার আগেই সরে দাঁড়ালেন।

এক বিবৃতিতে আয়োজকরা জানায়, জোকোভিচের ডান হাঁটুতে এমআরআই স্ক্যানের পর চিড় ধরা পড়ার কারণে নোভাক জোকোভিচ রোলাঁ গারোঁ টুর্নামেন্ট থেকে সরে যেতে বাধ্য হয়েছেন।

/এআই

Exit mobile version