Site icon Jamuna Television

ভারতের লোকসভা নির্বাচনে জয়ী ১৫ মুসলিম প্রার্থী

ভারতের এবারের লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন ১৫ মুসলিম প্রার্থী। ১৮তম লোকসভা নির্বাচনে অংশ নেন ৭৮ জন। এর আগের নির্বাচনে সংখ্যাটি ছিলো ১১৫।

এবারের নির্বাচনে যারা জয় পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন তৃণমুলের ইউসুফ পাঠান। বহরমপুর থেকে তিনি হারিয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা অধির রঞ্জনকে। অন্যদিকে, জয় পেয়েছেন আলোচিত প্রার্থী আসাদউদ্দিন ওয়াইসি। হায়দরাবাদে তিনি হারিয়েছেন বিজেপির নেত্রী মাধবী লতাকে।

এছাড়াও লাদাখ, জম্মু-কাশ্মির ও উত্তর প্রদেশ থেকে জয় পেয়েছেন ইমরান মাসুদ, ইকরা চৌধুরী, আফজাল আনসারীর মতো প্রার্থীরা। অন্যদিকে, বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী ছিলেন আবদুস সালাম। যদিও কেরালার মাল্লামপুরম থেকে হেরেছেন তিনি।

/এএম

Exit mobile version