Site icon Jamuna Television

দিল্লি গেলেন অভিষেক ব্যানার্জি

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ধরাশায়ী করার পর কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জি। বুধবার (৫ জুন) দিল্লির উদ্দেশে তিনি রওনা দেন।

এর আগে, নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন অভিষেক। তিনি বলেন, জোটের পরবর্তী করণীয় কী হবে, তাই নিয়ে আলোচনা। এসময় জাতি বিদ্বেষ, দুর্নীতি ও দেশের অর্থ বিদেশে পাচার করার কারণে দেশের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এ কারণেই পশ্চিমবঙ্গে দলটির এমন শোচনীয় অবস্থা হয়েছে।

উল্লেখ্য, ভারতের এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২ আসনের ২৯টিই পেয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যটিতে গতবারের চেয়েও বেশি আসন পেয়েছে মমতা ব্যানার্জির দল।

/এএম

Exit mobile version