Site icon Jamuna Television

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইমাদকে পাচ্ছে না পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৬ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। তবে ম্যাচের আগে খারাপ খবর পাকিস্তান শিবিরে। আসরে নিজেদের প্রথম ম্যাচে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে ছাড়াই নামতে হবে গত আসরের রানার্স আপ কে।

ম্যাচের আগে ডালাসে পাকিস্তান অধিনায়ক বাবর আজম কথা বলেছেন গণমাধ্যমে। সেখানে তিনি আলাদা করে কথা বলেন ইমাদ ওয়াসিমকে নিয়েও। তিনি জানান, মাংসপেশির চোটের কারণে ইমাদকে ছাড়াই প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। তবে মেডিকেল প্যানেলের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে অবস্থা কিছুটা উন্নত। পরের ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে বলেও জানান অধিনায়ক বাবর।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন পাকিস্তানি এ অলরাউন্ডার। তবে দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএলের গত আসরে ফাইনালসহ পুরো আসরে দারুণ পারফর্ম করায় অবসর ভেঙে ফেরেন দেশটির জাতীয় দলে। এদিকে সিপিএলে (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে) নিয়মিত খেলায় সেই অভিজ্ঞতা ও কন্ডিশনের সুবিধা ইমাদ পাবেন বলে মনে করেন পাকিস্তানের ভক্তরা।

/এমএইচআর

Exit mobile version