Site icon Jamuna Television

সংলাপে নিজেদের খাবার মেন্যু জানালেন বি. চৌধুরী

বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে আগামীকাল সংলাপে বসবে সরকারে থাকা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। সংলাপে অংশগ্রহণকারীদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নৈশভোজ করানো হবে। সেক্ষেত্রে দলগুলোর কাছে পছন্দের খাবারের তালিকাও চেয়েছেন তিনি। যার প্রেক্ষিতে আজ যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী তাদের খাবারের মেন্যু দেন।

খাবারের মেন্যুতে রয়েছে- সাদা ভাত, লাল অাটার রু‌টি, ফুলক‌পি, সীম, অালু ভা‌জি, যে কো‌নো মা‌ছের ঝোল ও মসুর ডাল।

উল্লেখ্য, মঙ্গলবার বিকালে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দেন বি. চৌধুরী। পরে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে ২ নভেম্বর সংলাপে বসার দিন ঠিক করেন।

Exit mobile version