Site icon Jamuna Television

টস জিতে বোলিংয়ে উগান্ডা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সি’র ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে উগান্ডা। বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।

পাপুয়া নিউ গিনি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), টনি উরা, লেগা সিয়াকা, সেসে বাউ, হিরি হিরি, কিপলিন ডোরিগা, চার্লস আমিনি, নরম্যান ভানুয়া, আলেই নাও, চাদ সোপার ও জন করিকো।

উগান্ডা একাদশ: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), সাইমন সেসাজি, রজার মুকাসা, রবিনসন ওবুয়া, দীনেশ নাকরানি, রিয়াজত আলী শাহ, আলপেশ রামজানি, কেনেথ ওয়াইসওয়া, জুমা মিয়াগি, কসমাস কিয়েউতা ও ফ্রাঙ্ক সুবুগা

উল্লেখ্য, উভয় দলই আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল পাপুয়া নিউ গিনি এবং আফগানিস্তানের কাছে হারে উগান্ডা।

/এমএইচআর

Exit mobile version