Site icon Jamuna Television

আজ দুদকে যাচ্ছেন না বেনজীর

জিজ্ঞাসাবাদ এড়াতে আইনজীবীর মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গতকাল বুধবার (৫ জুন) তার পক্ষে ১৫ দিন সময় চেয়ে এ আবেদন করা হয়। ফলে আজ বৃহস্পতিবার (৬ জুন) দুদকে হাজির হচ্ছেন না তিনি।

বেনজীর আহমেদের সময় আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কমিশনার মো. জহুরুল হক। তিনি বলেন, দুদক আইনে সময় চেয়ে আবেদন করার বিধান আছে। তাই বেনজীরের ক্ষেত্রেও নেই আইনি কোনো বাধা।

প্রসঙ্গত, গত ২৬ মে বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজীর ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির আংশিক শেয়ারসহ ১১৯টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

২৮ মে সাবেক আইজিপির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করে দুদক। বেনজীর আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী-সন্তানদের ৯ জুন হাজির হতে বলা হয় সে নোটিশে। আজ বৃহস্পতিবার সাবেক আইজিপির দুদকে হাজির হওয়ার দিন ধার্য ছিল।

/এএম

Exit mobile version