পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের বাকলিয়ায় এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
ভোর ৫টার দিকে নগরীর বাকলিয়া তুলাতলী এলাকায় আলী ভবনে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। এসময় বাসায় নিহত রোকসানা আক্তারের দুই সন্তান ছিলেন যাদের একজন ঘটনার প্রত্যক্ষদর্শী। পারিবারিক কলহের জেরে ছুরি দিয়ে গলা কেটে স্বামী জয়নাল পালিয়ে যান বলে দাবি করেছে নিহতের পরিবার। তাকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ।

