Site icon Jamuna Television

বিশ্বকাপের অজানা কিছু তথ্য জেনে নিন

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোল। মাঠের লড়াইটা এখন পর্যন্ত জমে ওঠেনি ততটা। লোস্কোরিং ম্যাচ হচ্ছে, অব্যবস্থাপনা নিয়ে আইসিসির কাছে অভিযোগ করেছে শ্রীলঙ্কা। কিন্তু এসবের মাঝেই বিশ্বকাপের বেশ কিছু বিষয় জানলে হয়তো ভালো লাগতে পারে আপনাদের।

যে কোনো ফরম্যাটের চেয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি জানেন কি এবার কোন দেশের স্কোয়াডে সবচেয়ে বেশি অলরাউন্ডার আছে? সবচেয়ে বেশি ৭ জন করে অলরাউন্ডার আছে নিউজিল্যান্ড ও কানাডার স্কোয়াডে।

রানের খেলা টি-টোয়েন্টিতে ব্যাটারদের কাধে থাকে বড় দায়িত্ব। চার, ছক্কার এই লড়াইয়ে সর্বাধিক ৭ জন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে স্কোয়াড গড়েছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।

টি-টোয়েন্টি রানের খেলা হলেও বিশেষজ্ঞদের মতে, এই ফরম্যাটে জয় পাবার লড়াইয়ে গুরুত্বপূর্ণ বোলারদের ভূমীকা। সে কারণে স্কোয়াডে ৭ জন স্পেশালিস্ট বোলার রেখেছে দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়াদের পাশাপশি ৭ জন করে বোলার আছে, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের স্কোয়াডেও।

৭ জন বোলার স্কোয়াডে নিতে গিয়ে অলরাউন্ডারের সংখ্যাটা কমে গেছে দক্ষিণ আফ্রিকা দলে। মাত্র ১জন অলরাউন্ডার আছে প্রোটিয়া স্কোয়াডে। পাপুয়া নিউগিনির অবস্থাও একই।

এবার ভিন্ন কিছু তথ্য জানানোর পালা। আপনি জানেন কি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার কে? উগান্ডার ৪৪ বছর বয়সী ফ্রাংক এনসুবুগা আসরের সবচেয়ে বয়জেষ্ঠ ক্রিকেটার। ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এনসুবুগার অভিষেক হয় ২০১৯ সালে।

এছাড়া ৪০ উর্ধ্বো হয়েও বিশ্বকাপে অংশ নিচ্ছেন ওমানের নাসিম খুশি ও মোহাম্মদ নাদেম। নেদারল্যান্ডের ওয়েসলি ব্রাসেইও আছেন তালিকায়।

বিশ্বকাপের সবচেয়ে তরুণ ক্রিকেটার শুলশান কুমার জা। মাত্র ১৮ বছর বয়সী এই তরুণ আছেন নেপালের স্কোয়াডে। শুধু শুলশানই নয় পুরো নেপাল দল এবারের আসরের সবচেয়ে তরুণ স্কোয়াড। মাত্র একজন ক্রিকেটার আছে দলে যার বয়স ত্রিশ উর্ধ্বো।

/আরআইএম

Exit mobile version