Site icon Jamuna Television

তফসিল নিয়ে সিদ্ধান্ত ৪ নভেম্বর: সিইসি

আগামী ৪ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগে কিছুই বলতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের পর বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় সিইসি জানান, নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি। আশা করি নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে।

বিকাল ৩টা ৩৫ মিনিটে অপর চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে নিয়ে বঙ্গভবনে যান সিইসি। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রপতির সাথে দেখা করাকে সৌজন্য সাক্ষাত বলছেন তারা।

Exit mobile version