Site icon Jamuna Television

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, খুলনা:

খুলনায় শাওন তালুকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৬ জুন) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাওন খুলনার বয়রা এলাকার মৃত কালু ড্রাইভারের ছেলে। তিনি মহানগরীর জোড়াগেট এলাকায় বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন বলে জানা গেছে।

নিহতের আত্মীয়রা জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খালিশপুরের জোড়াগেটে মঈনের দোকানের সামনে দুর্বৃত্তরা শাওন তালুকদারের ওপর হামলা করে। তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা শাওনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।

/এএম

Exit mobile version