Site icon Jamuna Television

পিরোজপুরে বাকিতে সিগারেট না দেয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

পিরোজপুরে বাকিতে সিগারেট না দেয়ার অভিযোগে হামলায় এক দোকান মালিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই দোকান মালিকের নাম ফারুক ভূইয়া। শুক্রবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চড়কগাছিয়া আশ্রয়ন প্রকল্প এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় শাওন, শাহিন ও সুমন নামের তিন যুবক দোকান মালিক ফারুকের কাছে বাকিতে সিগারেট চায়। এসময় ফারুক সিগারেট দিতে অস্বীকার করে এবং আগের পাওনা টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার ওপর রড দিয়ে হামলা চালায় অভিযুক্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।

/এনকে

Exit mobile version