Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করবে পাকিস্তান

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে পাকিস্তান। বৃহস্পতিবার (৬ জুন) ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে দুদলের লড়াই।

ম্যাচে আগে ব্যাট করবে বাবর আজমের পাকিস্তান। টস জিতে বাবর-রিজওয়ানদের আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।

এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর আইসিসির কোনো ইভেন্টে খেলেছেন পাক পেসার মোহাম্মদ আমির। চার পেসার ও এক স্পিনার নিয়ে মাঠ নামছে বাবর বাহিনী।

পাকিস্তান একাদশ:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, আজম খান, ইফতিখার আহমেদ, শাদাব খান, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফ।

যুক্তরাষ্ট্র একাদশ:

স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল, অ্যান্ড্রেস গুস, অ্যারন জোনস, নিতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারসিত সিং, জসদ্বীপ সিং, নস্টুশ কেনজিগ, সৌরভ নেত্রভালকর ও আলী খান।

/এনকে

Exit mobile version