Site icon Jamuna Television

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দুইটাযর দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ওই এলাকার হেলাল উদ্দিন মাস্টারের স্ত্রী শিরিনা খাতুন (৫৫) ও তার ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২২)।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালের দিকে গফরগাঁওয়ে বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে মটর বিদ্যুতায়িত হয়ে যায়। দুপুর দুইটার দিকে পুকুরের পানি সেচ দিতে বৈদ্যুতিক মটর চালু করতে যায় শিমুল। এসময় বিদ্যুৎস্পৃষ্টে ছটফট করতে থাকে শিমুল। বিষয়টি দেখতে পেরে শিমুলকে বাঁচাতে যান তার মা শিরিনা আক্তার। এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বারবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিষয়টি আরও বিস্তারিত জানানো যাবে।

/এএম

Exit mobile version