Site icon Jamuna Television

কে হবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট, জানা যাবে জুলাইয়ে

ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে প্রেসিডেন্ট হলে কে হবেন তার ভাইস প্রেসিডেন্ট, তা জানা যাবে আগামী মাসে। বৃহস্পতিবার (৬ জুন) ট্রাম্প নিজেই জানিয়েছেন এই তথ্য। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উপস্থাপক ডক্টর ফিলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার আশপাশে চমৎকার কিছু মানুষ রয়েছে। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে আমি জানাবো, কে হবেন আমার ভাইস প্রেসিডেন্ট। আশা করি, তখন আরও একটি সাক্ষাৎকার দেব।

ইসরায়েলের জন্য নিজেকে সবচেয়ে সেরা মার্কিন প্রেসিডেন্ট দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন দেশটির জন্য যা করেছেন, তা আর কেউ করেনি।

উল্লেখ্য, গত ৩০ মে ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার এটাই প্রথম ঘটনা।

/এএম

Exit mobile version