Site icon Jamuna Television

প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে বের হওয়ার নির্দেশনা নেই: সিপিডি

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে বের হওয়ার কোনো নির্দেশনা নেই। মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অতি উচ্চাভিলাষী ও বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

শুক্রবার (৭ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বাজেট ২০২৪-২৫ সিপিডির পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. ফাহমিদা খাতুন বলেন, চলতি অর্থবছরে সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অনেক বেশি ধরা হয়েছে। কিন্তু অর্জনের জন্যে সহায়ক কাঠমো তৈরি করা হয়নি। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ অনুধাবন করতে না পারায় বাজেটে চ্যালেঞ্জ মোকাবেলায় যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তা দুর্বল ও অপর্যাপ্ত।

এই পর্যালোচনা অনুষ্ঠানে সিপিডি আরও জানায়, দরিদ্র ও মধ্যম আয়ের মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি দেয়ার যথেষ্ট উদ্যোগ নেই বাজেটে। অর্থনৈতিক সংকটে প্রস্তাবিত বাজেটে কোনো বিশেষত্ব নেই। বহুমাত্রিক চ্যালেঞ্জের ব্যাপারে নেই সুনির্দিষ্ট দিক-নির্দেশনাও।

/এমএন

Exit mobile version