Site icon Jamuna Television

প্রস্তাবিত বাজেটের মাধ্যমে সরকার দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছে: ব্যারিস্টার জমির

প্রস্তাবিত বাজেটের মাধ্যমে সরকার দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

শুক্রবার (৭ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের এক আয়োজনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেট পাসের আগে সরকারের আরও সতর্ক হওয়া উচিৎ। দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়ে সৎ উপার্জনকারীদের ওপর করের বোঝা চাপাচ্ছে সরকার। এসময়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ সমাজকে এগিয়ে আসার তাগিদও দেন তিনি।

/এমএইচ

Exit mobile version