Site icon Jamuna Television

সংলাপ: বিকল্পধারার ১৫ সদস্যের প্রতিনিধি দল যাবে গণভবনে

যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট বি চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল আগামীকাল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে উপস্থিত থাকবেন।

আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে লেখা এক চিঠিতে বিকল্পধারার মহাসচিব এই তালিকা দিয়েছেন। চিঠিটি সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন–

১) দল নেতা: সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী, চেয়ারম্যান যুক্তফ্রন্ট ও প্রেসিডেন্ট বিকল্পধারা বাংলাদেশ।
২) মেজর (অব.) আবদুল মান্নান, মহাসচিব বিকল্পধারা বাংলাদেশ ।
৩) জনাব শমসের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য, বিকল্পধারা বাংলাদেশ।
৪) জনাব গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য, বিকল্পধারা বাংলাদেশ।
৫) জনাব আবদুর রউফ মান্নান, প্রেসিডিয়াম সদস্য, বিকল্পধারা বাংলাদেশ।
৬) ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, প্রেসিডিয়াম সদস্য, বিকল্পধারা বাংলাদেশ।
৭) মিসেস মাহমুদা চৌধুরী, সহ-সভাপতি, জাতীয় নির্বাহী কমিটি, বিকল্পধারা বাংলাদেশ।
৮) ব্যারিস্টার ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিকল্পধারা বাংলাদেশ।
৯) জনাব এইচ. এম গোলাম রেজা, সাবেক সংসদ সদস্য।
১০) জনাব নাজিম উদ্দিন আল আজাদ, সভাপতি বিএলডিপি।
১১) জনাব দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক, বিএলডিপি।
১২) জনাব জেবেল রহমান গানি, সভাপতি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ।
১৩) জনাব এম, গোলাম মোস্তফা ভুইয়া, মহাসচিব, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ।
১৪) আলহাজ্ব খোন্দকার গোলাম মোর্ত্তুজা, চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।
১৫) শেখ আসাদুজ্জামান, সভাপতি জাতীয় জনতা পার্টি।

Exit mobile version