Site icon Jamuna Television

ঝিনাইদহে ভ্যান উল্টে শিশুর মৃত্যু 

প্রতীকী ছবি

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভ্যান উল্টে পুকুরে পড়ে নাঈম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৭জুন) বিকেলে উপজেলার তৈলটুপী গ্রামের  জামাত ব্রিকস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম ওই গ্রামের গোলজার আলির ছেলে। সে তৈলটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। 

জানা গেছে, বিকেলে নাঈম তার বাবা-মা সাথে নিয়ে ইবি থানার ঝাউদিয়া বাজারের দিকে যাচ্ছিলো। পথে সাধুহাটি-ঝাউদিয়া সড়কের তৈলটুপী গ্রামের জামাত বিক্রস ইটভাটার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। 

হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, ভ্যান উল্টে শিশু নিহত হওয়ার ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version