Site icon Jamuna Television

সারাদেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

সারাদেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) নাটোর, চাঁপাইনবাবগঞ্জসহ কয়েকটি জেলায় এই ১০ জনের মৃত্যু হয়।

নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুরে বজ্রপাতে দু’জন মারা গেছেন। স্থানীয়রা জানায়, দুপুরে বারনই নদীতে মাছ ধরতে যায় কামরুল ও মজনু। বজ্রপাতে আহত হয় দু’জন। হাসপাতালে মারা যায় কামরুল।

আকাশে মেঘ দেখে, বাড়ির পাশের ডোবা থেকে পালের হাঁস ফিরিয়ে আনতে যান গুরুদাসপুর এলাকার আবেরা বেগম। বৃষ্টি শুরু হলে একটি গাছের নিচে আশ্রয় নেন তিনি। বজ্রপাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও বজ্রপাতে চাঁপাইনবাগঞ্জে দুই শিশুসহ ৩ জন, নওগাঁয় ৩ জন, ঠাকুরগাঁওয়ে একজন ও দিনাজপুরে স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন।

/এএস

Exit mobile version