Site icon Jamuna Television

মোস্তাফিজের জোড়া আঘাত

ইনিংসের পঞ্চম ওভারে চারটি বাউন্ডারি হজম করে এলোমেলো বাংলাদেশ। এমন সময় বাংলাদেশ অধিনায়ক পাওয়ার প্লে’র শেষ ওভারে বোলিংয়ে আনেন মোস্তাফিজকে। অফের বল মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে মিড অফে ক্যাচ তুলে দেন কামিন্দু। ফিজ তুলে নেন চলতি বিশ্বকাপে তার প্রথম উইকেট।

এরপর আবার মোস্তাফিজ বোলিংয়ে আসেন ইনিংসের নবম ওভারে। এবারও অধিনায়ককে হতাশ করেননি দেশসেরা এই পেসার। টানা বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে বাংলাদেশকে রীতিমত পাগল করে ফেলছিলেন নিশাঙ্কা। তবে মোস্তাফিজ ঝলকে শেষ রক্ষা হলো না তার।

দারুণ এক ডেলিভারিতে এই হার্ডহিটারকে শান্ত’র হাতে ক্যাচ বানান ফিজ। ১ ছক্কা ও ৭ চারে ফিফটির কাছাকাছি গিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নিশাঙ্কা। প্রায় ১৮৭ স্ট্রাইকরেটে ২৮ বলে ৪৭ করেন এই ব্যাটার। তার উইকেটের মাধ্যমেই খেলায় ফিরেছে বাংলাদেশ।

/এমএইচ

Exit mobile version