Site icon Jamuna Television

নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের লড়াকু পুঁজি

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয়া আফগানিস্তান কিউইদের বিপক্ষে গড়েছে ১৫৯ রানের লড়াকু পুুঁজি। অর্থাৎ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ১৬০ রান।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু থেকেই রানের গতি বাড়াতে থাকেন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।

উদ্বোধনী জুটিতে ১০৩ রান যোগ করেন জাদরান ও গুরবাজ। ব্যক্তিগত ৪৪ রানে ম্যাট হেনরির বলে জাদরান বোল্ড হলে ভাঙে এ জুটি। সঙ্গী না পারলেও অনবদ্য এক ফিফটি তুলে নেন গুরবাজ। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন তিনি।

এরপর তিনে নামা আজমতউল্লাহ ওমরজাই ২২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি এবং লকি ফার্গুসন একটি উইকেট শিকার করেন।

/এমএইচ

Exit mobile version