Site icon Jamuna Television

শতরান পেরুতেই সাজঘরে পাঁচ লঙ্কান

দারুণ শুরুর পরেও ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে। ১৫তম ওভারে বোলিংয়ে এসে লেগ স্পিনার রিশাদ একাই তুলে নিয়েছেন দুই উইকেট। ফলে, শত রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা।

ধনঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা ঝড় তুলতে না পারলেও তাদের জুটি এগিয়েছিল বেশ। নিশাঙ্কাকে হারিয়ে ক্রিজে এসে ৩০ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন এই দুই ব্যাটার।

তবে, জোড়া আঘাতে সেই জুটি ভাঙেন রিশাদ হোসেন। ১৫তম ওভারে তার বলে পর পর ফিরে যান চারিথ আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। স্লগ সুইপে স্কয়ার লেগে ক্যাচ উঠিয়ে আউট হন আসালাঙ্কা।

ক্রিজে এসে পরের বলেই স্লিপে ধরা দেন হাসারাঙ্গা। মারেন গোল্ডেন ডাক। ফলে, স্কোরবোর্ডে শতক ওঠাতেই লঙ্কানরা হারালো ৫ উইকেট। 

/এমএইচ

Exit mobile version