Site icon Jamuna Television

রিশাদ-মোস্তাফিজের বোলিং তোপে ১২৪-এ থামলো শ্রীলঙ্কা

দেশসেরা পেসার মোস্তাফিজ ও উদীয়মান লেগস্পিনার রিশাদের ৩টি করে উইকেটে লঙ্কানদেরকে অল্প রানেই থামিয়ে দিয়েছে টাইগাররা। শুরুতে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হলেও এই দুই টাইগার বোলারের ৬ আঘাতে বেশিদূর যেতে পারেননি লঙ্কান ব্যাটাররা। থামতে বাধ্য হয়েছেন মাত্র ১২৪ রানেই!

এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। প্রথম ৬ ওভারে স্কোরবোর্ডে ২ উইকেটে ৫৩ রান তোলে তারা। তবে, পরের ১৪ ওভারে মাত্র ৭১! হারায় ৭ উইকেট।

এ ম্যাচে, রিশাদের ঘূর্ণি জাদু আর মোস্তাফিজ-তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে দুর্দান্ত কামব্যাক করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে টাইগার বোলাররা। ইনিংসের শুরুতে বাউন্ডারির পসরা সাজালেও মাঝে একটি বাউন্ডারির জন্য শ্রীলংকাকে অপেক্ষা করতে হয়েছে ৪৩ বল!

দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন নিশাঙ্কা। আর কোনো ব্যাটার কার্যকরী ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশের হয়ে রিশাদ-মোস্তাফিজ নেন ৩টি করে উইকেট। তাসকিনের জোড়া আঘাতের পাশাপাশি তানজিম সাকিব শেষ ওভারে তুলে নেন ১টি উইকেট। ফলে, ৯ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ১২৪। জিততে বাংলাদেশের করতে হবে মাত্র ১২৫। পারবে তো টাইগাররা? 

/এমএইচ

Exit mobile version