Site icon Jamuna Television

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শূন্য রানে আউটের লজ্জার রেকর্ড সৌম্যর

ফাইল ছবি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার রেকর্ডটি গড়েন বাঁহাতি এই ব্যাটার। যদিও তার সমান ১৩টি ডাক মেরেছেন আয়ারল্যান্ডের হার্ডহিটার ব্যাটার পল স্টার্লিংও। তবে সৌম্যর চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছেন এই আইরিশ ব্যাটার।

এতদিন ৮৩ ম্যাচ খেলা সৌম্যর ‘ডাক’ ছিল ১২টি। শনিবার (৮ জুন) সকালে লঙ্কান স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে শূন্য রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন সৌম্য। এতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির ৮৪ ম্যাচের ৮৩ ইনিংসে সৌম্যর ডাকের সংখ্যা দাঁড়ায় ১৩টি। এতেই তিনি পল স্টার্লিংয়ের লজ্জার রেকর্ডে ভাগ বসান। স্টার্লিং ১৪৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সৌম্য স্ট্রার্লিংয়ের পর ১২টি করে যাক মেরেছেন তিন ব্যাটার। কম ম্যাচ খেলা রুয়ান্ডার ব্যাটার কাবারে কেভিন ইরাকোজ রয়েছেন এই তালিকার তিন নম্বরে। মাত্র ৫৫ ইনিংস ব্যাট করে তিনি ১২টি ডাক মেরেছেন। সমান বার শূন্য রানে আউট হওয়া অন্য দুই ব্যাটার হলেন, আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন এবং ভারতের রোহিত শর্মা।

উল্লেখ্য, সৌম্য সরকার টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে এ পর্যন্ত ৮৩ ইনিংস ব্যাট করে তুলেছেন এক হাজার ৩৯৮ রান। ক্যারিয়ারে তিনি পাঁচটি অর্ধশতক করেছেন। এই ফরম্যাটে তার গড় ১৭ দশমিক ৬৯ এবং স্ট্রাইক রেট ১২২ দশমিক ৯৫। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা ইনিংস ৬৮ রানের। এই ফরম্যাটে ১৪১টি চার ও ৫২টি ছক্কা মেরেছেন।

/এনকে

Exit mobile version