Site icon Jamuna Television

দুর্নীতিবাজদের মোটাতাজাকরণের বাজেট দিয়েছে সরকার: গয়েশ্বর

দুর্নীতিবাজদের মোটাতাজাকরণের বাজেট দিয়েছে সরকার, এছাড়াও বাজেটের কোথাও অসহায় মানুষের জন্য কোনো সুযোগ সুবিধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৮ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসন এখন বাণিজ্যিক সংগঠনে পরিণত হয়েছে।

তিনি বলেন, যারা দুর্নীতি, ডাকাতি, সন্ত্রাসী করে তাদের রক্ষা করাই পুলিশের কাজ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাংক একাউন্ট ফ্রিজ করার পরও সরকারের সহায়তায় ৮০ কোটি টাকা তুলে নিতে পেরেছেন বলেও অভিযোগ করেন গয়েশ্বর।

এছাড়াও সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খানকে প্রধান মন্ত্রীর প্রেস সচিব নিয়োগেরও সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা।

/এএস

Exit mobile version