Site icon Jamuna Television

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় বাঘাইছড়িতে ভোটগ্রহণ স্থগিত

ফাইল ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আবারও স্থগিত করা হয়েছে। শনিবার (৮ জুন) দুপুরে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

আগামীকাল রোববার (৯ জুন) ষষ্ঠা ধাপের নির্বাচনে বাঘাইছড়িতেও ভোটগ্রহণের কথা ছিল। নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন নিয়ে শনিবার কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জাম পাঠানোরও কথা ছিল। এরই মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফ। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় নির্বাচন কমিশন ভোট স্থগিতের ঘোষণা দেয়।

এর আগে, ঘূর্ণিঝড় রিমালের কারণে গত ২৯ মে এই উপজেলায় ভোট স্থগিত করা হয়। বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট হওয়ার কথা ছিল।

এদিকে, ভোট স্থগিত হওয়ায় উপজেলা নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ করেছে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমার সমর্থকরা।

/এনকে

Exit mobile version