Site icon Jamuna Television

নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ডি’র ম্যাচে টস জিতে নেদারল্যন্ডসের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার (৮ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ডাচদের মুখোমুখি হবে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম, ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে ও ওটনিল বার্টম্যান।

নেদারল্যান্ডস একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিডে, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, টিম প্রিংগেল, পল ভ্যান মিকেরেন ও ভিভিয়ান কিংমা।

/এমএইচআর

Exit mobile version