Site icon Jamuna Television

‘অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে কঠোর আইন প্রণয়নের পরিকল্পনা চূড়ান্ত’

অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে কঠোর আইন প্রণয়নের পরিকল্পনা চূড়ান্ত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে দেয়া এক বিবৃতিতে জানানো হয় আগামী সপ্তাহেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট।

নিজের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য না জানালেও তা পুরোপুরি যৌক্তিক বলে দাবি করেন ট্রাম্প। এদিকে নতুন সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে তাকে, এমন ধারণা বিশেষজ্ঞদের।

গত বুধবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ঢল ঠেকাতে আরও ১৫ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এমন এক সময়ে এ ঘোষণা এলো যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের বাকী এক সপ্তাহেরও কম সময়।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভিবাসন আইন কঠোর করা এবং মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, দেশটিতে বৈধ বা অবৈধ উপায়ে প্রবেশ করা যে কেউ শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করতে পারে।

Exit mobile version