Site icon Jamuna Television

আসিয়া বিবি ইস্যুতে উত্তপ্ত পাকিস্তান, চলছে বিক্ষোভ

আসিয়া বিবি ইস্যুতে উত্তপ্ত পাকিস্তানে তৃতীয় দিনের মতো চলছে বিক্ষোভ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ হুসেইনের।

বৃহস্পতিবার গভীর রাতে এক টুইট বার্তায় তিনি বলেন, দেশের আইন ও সংবিধানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে সরকার। লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি ও গুজরানওয়ালায় শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তথ্যমন্ত্রী।

অন্যদিকে এক টুইট বার্তায়, সরকারের সাথে আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন বিক্ষোভে নেতৃত্ব দেয়া কট্টরপন্থী দল তেহরিক-ই-লাব্বাইকের প্রধান। আন্দোলন অব্যাহত থাকবে বলে হুমকি দিয়েছে উগ্রপন্থি দলগুলো। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এক ঘোষণায় শুক্রবার করাচিসহ কয়েকটি প্রদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

ব্লাসফেমি’র অভিযোগে মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়া খৃষ্টান নারীকে সুপ্রিম কোর্ট খালাস দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান।

Exit mobile version