Site icon Jamuna Television

২৩ জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিলো আ. লীগ

আগামী ২৩ জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৯ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় একথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ওইদিন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সব দলকে আমন্ত্রণ জানানো হবে। তবে, বিদেশি কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ করা হবে না।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবরের ব্যর্থতার পর বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসি পায়। তাদের আন্দোলন মানেই সন্ত্রাস। দেশের মানুষ বিএনপির সাথে নেই। তাদের আমলে কোন দুর্নীতিরই বিচার হয়নি বলেও এসময় মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বেনজীর অথবা আজিজ আওয়ামী লীগের লোক নয়। তারা দুর্নীতি করেছে এটাই বড় পরিচয়। তাদের দায়মুক্তি দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করা যাবে না।

/এমএইচ

Exit mobile version