Site icon Jamuna Television

কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৫০) বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন।

৬০ বিজিবি’র অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, রোববার সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছেন এমন অভিযোগে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বিষয়টি নিয়ে বিএসএফের সাথে বিজিবির আলোচনার চেষ্টা চলমান রয়েছে বলে জানান বর্ডার গার্ডের এই কর্মকর্তা।

/এনকে

Exit mobile version