Site icon Jamuna Television

টাঙ্গাইলে ট্রেন-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন-অটোরিকশার সংঘর্ষে এক লিচু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) সকালে উপজেলার মসিন্দা এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনের সাথে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।

নিহতের নাম আবু তালেব। তার বাড়ি উপজেলার ছাতিহাটি গ্রামে। দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. বেলাল হোসেন জানান, নিহত আবু তালেব এলেঙ্গা বাজার থেকে লিচু কিনে অটোরিকশাযোগে ছাতীহাটি যাচ্ছিলেন। পথে মসিন্দা এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে আবু তালেবের মৃত্যু হয়। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাসীন রয়েছে। 

উল্লেখ্য, হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

/এমএইচআর 

Exit mobile version