Site icon Jamuna Television

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা

ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দলের সমর্থকদের মধ্যেও কাজ করে অন্যরকম এক আবহ। ম্যাচের টিকিট বিক্রিতেও লেগে যায় ধুম। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে বসে দেখতে আইসিসির কাছে টিকিট চেয়ে আবেদন করেছিল ২০ লাখ মানুষ। রোববার (৯ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে বিশ্ব ক্রিকেটের এই মহারণ।

তবে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিবিসির আবহাওয়া পূর্বাভাস বলছে, ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ২৪ শতাংশ। হালকা বৃষ্টির সঙ্গে মৃদু বাতাস বইতে পারে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে বৃষ্টির আশঙ্কা। অপরদিকে নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টায় অর্থাৎ ম্যাচ শুরুর আধা ঘণ্টা পর বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ, যা পরবর্তীতে বিকেল ৪টা পর্যন্ত একই সম্ভাবনায় রয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে নেমে যাবে তাপমাত্রাও।

এক্ষেত্রে প্রশ্ন উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হলে কী হবে? এক্ষেত্রে বৃষ্টি হলে ম্যাচের পরিধি কমে আসতে পারে। আবার কোনো কারণে বৃষ্টি না থামলে বা খেলা চালানো সম্ভব না হলে সেক্ষেত্রে পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে ম্যাচটি। কারণ গ্রুপপর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। আর তা হলে দু’দলই পাবে সমান একটি করে পয়েন্ট। সেক্ষেত্রে অবশ্য বেশ বিপদেই পড়তে হবে পারে পাকিস্তানকে। কারণ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে তারা।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে দুদলের ৭ বারের দেখায় ৫ বার জিতেছে ভারত, একবার পাকিস্তান। অপর ম্যাচটি টাই হয়।

/এমএইচআর

Exit mobile version