Site icon Jamuna Television

‘বিশ্বের সবচেয়ে কঠিন’ পরীক্ষা দিলেন চীনের ১ কোটি ৩৪ লাখ শিক্ষার্থী

চীনের ন্যাশনাল কলেজ এনট্রান্স পরীক্ষাটির নাম ‘গাওকাও’। দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিশ্বের বৃহত্তম এই একাডেমিক পরীক্ষা। তীব্র প্রতিযোগিতার কারণে গাওকাওকে চীনা রাষ্ট্রীয় মিডিয়া ‘বিশ্বের সবচেয়ে কঠিন’ পরীক্ষা হিসেবে আখ্যা দিয়েছে। শিক্ষার্থীরা তাঁদের ১২ বছরে যা কিছু শিখেছেন, তার সবই ঢেলে দিতে হয় বিষয়ভিত্তিক প্রতিটি দুই ঘণ্টার পরীক্ষায়। এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের রেকর্ড ভেঙে এ বছর পরীক্ষার জন্য ১৩ দশমিক ৪২ মিলিয়নের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন। গত বছর এ পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন ১২ দশমিক ৯ মিলিয়ন শিক্ষার্থী।

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীরে হয়ে যাওয়া এবং তরুণদের মধ্যে বেকারত্ব বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের ওপর এ পরীক্ষায় ভালো করার চাপ বেড়ে গেছে বহুগুণ। 

/এআই

Exit mobile version