Site icon Jamuna Television

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে বিক্ষোভ

বিসিএসসহ সব সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামে এক সংগঠন।

সকালে জাতীয় প্রেসক্লাবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। এছাড়া অভিজ্ঞতার আলোকে অবসরের বয়সসীমা ৫৯ বছর পর্যন্ত করার দাবিও জানায়। দাবি মানা না হলে প্রয়োজনে অনশন ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এসময় তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। পাশাপাশি মেধা কোটা সর্বোচ্চ রেখে প্রতিবন্ধী, উপজাতি, নারী ও জেলা কোটা পুনর্বিন্যাস করার কথাও বলেন। চাকরির পর্যাপ্ত সুযোগ তৈরি করতে না পারলে সরকারের প্রতি, বেকার ভাতা চালু করার দাবিও জানায় তারা।

Exit mobile version