Site icon Jamuna Television

মেক্সিকোয় তীব্র খরায় উপকূলে ভেসে এলো হাজার মৃত মাছ

ছবি: রয়টার্স

মেক্সিকোর উত্তরাঞ্চল চিহুয়াহুয়াতে জলাশয়ের পানি শুকিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভেসে উঠেছে হাজার হাজার মৃত মাছ। শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তীব্র খরায় শুকিয়ে গেছে মেক্সিকোর বেশিরভাগ জলাশয়ের পানি। এতে প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে মাছসহ অন্যান্য জলজ প্রাণী। পানি না থাকায় খাবার পাচ্ছে না অন্যান্য গবাদি পশুও। বিভিন্ন এলাকায় পড়ে আছে গরু-ছাগলের দেহাবশেষ।

এদিকে, এসব মৃত গলিত মাছ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় সরে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা। আবর্জনা অপসারণে এরইমাঝে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, চলমান তাপপ্রবাহে বিপর্যস্ত মেক্সিকোর জনজীবন। বিভিন্ন জায়গায় রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা।

/এএম

Exit mobile version