Site icon Jamuna Television

হোয়াইট হাউজের কাছে যুদ্ধবিরোধী ‘রেড লাইন’ বিক্ষোভ

গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে স্লোগানে মুখরিত হলো হোয়াইট হাউজ এলাকা। যুদ্ধের বিরুদ্ধে ‘রেড লাইন’ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় ওয়াশিংটনের হাজারও আন্দোলনকারী।

শনিবার (৮ জুন) বেশ কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে পালিত হয় এই বিক্ষোভ। এসময় ইসরায়েল বিরোধী বিভিন্ন ব্যানার ও পোস্টার দেখা যায় বিক্ষোভকারীদের হাতে। ফিলিস্তিনের পতাকা হাতে পুরো এলাকা প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা।

তাদের দাবি, অবিলম্বে গাজায় বন্ধ করতে হবে আগ্রাসন। নেতানিয়াহু সরকারকে সহায়তা করায় মার্কিন প্রশাসনের তীব্র নিন্দা করে আন্দোলনকারীরা। ইসরায়েলকে অর্থ সহায়তা বন্ধের দাবি জানায় তারা। নেতানিয়াহু ও বাইডেনকে খুনি বলেও আখ্যা দেন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, গত মে মাসে হোয়াইট হাউজ বলেছিল, রাফায় ইসরায়েলি হামলা ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা অতিক্রম করেনি। এর দুই মাস আগে বাইডেন রাফায় ‘রেড লাইন’ অতিক্রম না করতে ইসরায়েলকে সতর্ক করেছিল।

/এএম

Exit mobile version