Site icon Jamuna Television

গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে সাভারের আশুলিয়া জামগড়ায় দুই বছরের শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।

দগ্ধদের প্রথম স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সকালে রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালাতে
যান গৃহকর্ত্রী হাসিনা বেগম। এসময় হঠাৎ বিস্ফোরণ হয়। সারা ঘরে আগুন ছড়িয়ে পরলে হাসিনা বেগমসহ তার স্বামী, ছেলে, ছেলের বউ ও নাতনী দগ্ধ হন। চিৎকার শুনে বাইরে থেকে দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করে প্রতিবেশিরা। হাসিনা বেগমের শরীরের ৯৬ শতাংশ পুড়ে গেছে। স্বামী আরব আলীর ৬০ শতাংশ, ছেলের ৮৮ শতাংশ ও শিশুটির শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে।

Exit mobile version