Site icon Jamuna Television

আজ নরেদ্র মোদির মন্ত্রিসভার শপথগ্রহণ, বাদ পড়তে পারেন ৩ হেভিওয়েট নেতা

বিজেপি নেতা ও সাবেক ইউনিয়ন লিডার স্মৃতি ইরানিসহ অনুরাগ ঠাকুর ও নারায়ণ রানে নরেদ্র মোদির নতুন মন্ত্রিসভায় জায়গা নাও পেতে পারেন বলে জানা গেছে। আর মাত্র কয়েকঘন্টা পরেই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে।

দিল্লির রাষ্ট্রপতি ভবনে তারা শপথ নেবেন। ইতোমধ্যে এই অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সেখানে পৌঁছেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।

এবারের লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানি উত্তরপ্রদেশের অমেথি থেকে কংগ্রেস নেতা কিশোরী লাল শর্মার কাছে দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে হেরেছেন। দ্বিতীয় মেয়াদে স্মৃতি নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ছিলেন।

এছাড়া হিমাচল প্রদেশের হামিরপুর থেকে জিতেছেন নারায়ণ রানে। তবে তিনি নতুন মন্ত্রীসভায় জায়গা পাবেন না বলে বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম।

এদিকে গত মেয়াদে নারায়ণ রানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবার তিনিও এই জোট সরকারে জায়গা পাবেন না বলেই খবর আছে।

এটিএম/

Exit mobile version