Site icon Jamuna Television

নেত্রকোণায় ‘জঙ্গি আস্তানায়’ পাওয়া বোমা বিস্ফোরণ ঘটালো সোয়াত

নেত্রকোণা, করেসপনডেন্ট:

নেত্রকোণায় জঙ্গিদের আস্তানায় পাওয়া বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সোয়াত টিম। রোববার (৯ জুন) সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকার ওই বাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় বিশেষ ডিভাইসের মাধ্যমে তৈরি ছয়টি শক্তিশালী বোমা উদ্ধার করে ঢাকা থেকে আসা এই টিম।

পুলিশ জানায়, সদর উপজেলার ওই বাড়িটি প্রফেসর আব্দুল মান্নান নামের এক ব্যক্তির। গ্রামের নির্জন স্থানের এই বাড়ির ভাড়া নিয়ে জঙ্গিরা তাদের কার্যক্রম চালাচ্ছিল। পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, সতেরো রাউন্ড গুলি, জঙ্গি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার রাতেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম শনিবার দুপুরে প্রাথমিক তল্লাশী চালায় এবং একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি এব্বগ একটি ডামি একে ৪৭ বন্দুক উদ্ধার করে। তবে বাড়ির ভিতরে বোমা থাকতে পারে ধারণায় ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল টিম তল্লাশী চালায়।

অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার আশরাফুল আলম ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ। অভিযানে কাউকে আটক করা যায়নি।

/এএস

Exit mobile version