Site icon Jamuna Television

সংলাপে সরকারের একগুঁয়েমি সুষ্ঠু নির্বাচনের অশনিসংকেত: রিজভী

সংলাপে সরকারের একগুঁয়েমি মনোভাব সুষ্ঠু নির্বাচনের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, সংলাপ আশানুরূপ হয়নি; তবে সরকার আন্তরিক থাকলে আবারও সংলাপ হতে পারে ঐক্যফ্রন্টের সাথে। অবশ্যই খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

রিজভী বলেন, সরকার অনমনীয় থাকলে রাজপথে ৭ দফা আদায় করা হবে। একতরফা নির্বাচনের নিঁখুত পরিকল্পনার অংশ হিসেবে খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

Exit mobile version