Site icon Jamuna Television

মোদির শপথ অনুষ্ঠানে তারকার মেলা

টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) সন্ধ্যায় দেশটির রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা। ইতোমধ্যে আনুষ্ঠানিকতা শুরুও হয়েছে।

একে একে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা।

অক্ষয় কুমারের সাথে আলিঙ্গন করেন বলিউড বাদশা শাহরুখ খান। ছবি- হিন্দুস্থান টাইমস

শুধু রাজনীতিবিদই নয়, তারকারাও উপস্থিত হয়েছেন সেখানে। বলিউড কিং শাহরুখ খান, অক্ষয় কুমার, রজনীকান্ত, বিক্রান্ত মাসে, পরিচালক রাজকুমার হিরানিদের মতো তারকাদের মিলন মেলা বসেছে দেশটির রাষ্ট্রপতি ভবেন। সেখানে উপস্থিত হয়েছেন মুকেশ আম্বানিও।

/এনকে

Exit mobile version